চট্টগ্রামরাজনীতি

কৃষিতে ঝোঁক চট্টগ্রামের সংসদ সদস্য প্রার্থীদের

চট্টগ্রাম-১১ (পতেঙ্গা-বন্দর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী  সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন কৃষিখাত থেকে বছরে আয় করেন দেড় কোটি টাকা। এই খাতে তার স্ত্রীর আয় ৩৫ লাখ টাকা। একই আসনের বর্তমান সংসদ সদস্য এম এ লতিফ কৃষিখাত থেকে বছরে আয় করেন ১৯ লাখ ১৫ হাজার ৮৪৭ টাকা।

চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালী) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবার কৃষিখাত থেকে আয় দেখিয়েছেন ৩৭ লাখ ৭৫ হাজার ৪৫০ টাকা।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী কৃষিখাত থেকে আয় করেন বছরে ৫০ হাজার টাকা।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবার কৃষিখাত থেকে বছরে আয় দেখিয়েছেন এক লাখ ৩০ হাজার টাকা। রাঙ্গুনিয়ায় পারিবারিকভাবে বড় খামার রয়েছে বলে জানান স্থানীয়রা।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী কৃষিখাত থেকে বছরে আয় দেখিয়েছেন এক লাখ ২৫ হাজার ১২৫ টাকা।

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কৃষিখাত থেকে বছরে আয় দেখিয়েছেন ৮৩ হাজার টাকা।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমেদ কৃষি থেকে বার্ষিক আয় দেখিয়েছেন এক লাখ ৭৩ হাজার ২০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d