চট্টগ্রামরাউজান

রাউজানে বেশিদামে পেঁয়াজ বিক্রি, ৯ দোকানিকে জরিমানা

রাউজানে বেশিদামে পেঁয়াজ বিক্রির দায়ে ৯ জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাউজান উপজেলার ফকিরহাট ও আমির হাট বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম।

তিনি বলেন ‘পেঁয়াজসহ নানান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। শনিবার দুটি বাজারে ৯ জন পেঁয়াজ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র ৯টি মামলায় ২৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d