চট্টগ্রামমীরসরাই

শ্রমিকদের মারধর করে মালামাল লুট মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় শ্রমিকদের মারধর করে একটি ড্রেজারের ভেতরে থাকা মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন— ড্রেজার শ্রমিক নুরুজ্জামান (৩৫) ও চেকার ইমাম হোসেন (২০)। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ড্রেজার মালিক ও হাজী এন্টারপ্রাইজের ম্যানেজার আশিক খোন্দকার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ৪ নম্বর ঘাটে আব্দুল মোনেম লিমিডিটের ৪ কিলোমিটারের একটি রাস্তা ভরাটের জন্য বালু সরবরাহ করছিল এম.বি মা-বাবার দোয়া নামক একটি ড্রেজার। মঙ্গলবার রাত ১১টার দিকে ৮-১০ জনের একটি গ্রুপ অতর্কিত ড্রেজারে ডুকে মালামাল লুট করা শুরু করে। এসময় বাধা দিলে ড্রেজারে থাকা নুরুজ্জামান ও ইমাম নামে দুই শ্রমিককে মারধর করে। এসময় তারা ১ হাজার লিটার তেল, ৫টি এমপুলার, তিনটি ডায়নামা, দুটি সেল ও ওয়েলড্রিন কাজের সরঞ্জাম, দুটি মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) মো. ইসলাম উদ্দিন জানান, আশিক নামে একজন বিষয়টি অবগত করেছেন। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d