নানিয়ারচরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
বিজয়ের ৫২ বছর পূর্তিতে অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বিজয় দিবসে শহীদ স্মরণে রাঙামাটির নানিয়ারচরে তোপধ্বনির মধ্যে দিয়ে শনিবার সকালে নানিয়ারচর কেন্দ্রীয় শহীদ মিনারে, বঙ্গবন্ধু ম্যুরালে ও ল্যান্স নায়ক বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ এর সমাধিস্থলে বিজয়ের শুভ সূচনায় উপজেলা প্রশাসন ও পরিষদের পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর নানিয়ারচর থানা, বিভিন্ন সংগঠন, সংস্থা, স্কুল কলেজের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদের মাঠে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার অংশগ্রহণে কাবদল, ডিসপ্লে ও গ্রামীণ খেলাধুলাসহ বিবিধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিমুল এহসান খানের সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন, নানিয়ারচর সুদক্ষ দশের অধিনায়ক এস এম রুবাইয়াত হুসাইন, (পিএসসি), নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানা পরিদর্শক আনিছুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ উপস্থিত ছিলেন।