জাতীয়

শেখ হাসিনাসহ ১৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ গোপালগঞ্জে

গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। কারণ সে কার্যালয় থেকেই প্রতীক দেয়া হবে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

প্রতীক বরাদ্দের দিনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্য নৌকা বরাদ্দ করে তা তুলে দেয়া হয় তার প্রধান নির্বাচনী এজেন্ট ও নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকারের হাতে। এ সময় শেখ হেলাল উদ্দিন, শেখ সারহান নাসের তন্ময়, জেলা এবং কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ এলাকা ২১৭, গোপালগঞ্জ-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। উল্লেখ্য, এ আসন থেকে শেখ হাসিনা ৭ বার নির্বাচিত হয়েছেন। এ আসনে প্রধানমন্ত্রীসহ ৬জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে সকাল ১০ টায় গোপালগঞ্জ-১ ও সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ-২ আসনের প্রতীক বরাদ্দ করা হয়।গোপালগঞ্জ-১ আসনে ৫ জন ও গোপালগঞ্জ-২ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলার তিনটি আসনে মোট ১৭জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d