কক্সবাজারচট্টগ্রাম

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাত, ৯ দিন পর মৃত্যু

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে ছুরিকাঘাতে আহত মোহাম্মদ মকছুদ (৩৮) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে ৮ ডিসেম্বর উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকায় মাদকাসক্ত বখাটেদের ছুরিকাঘাতে তিনি আহত হন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে ইউনুছখালী এলাকায় মোহাম্মদ মকছুদের বাড়ির সামনে মাদকাসক্ত কয়েকজন বখাটে মাতলামি করছিল। এ সময় তারা বাড়ির সামনে দাঁড়িয়ে নারীদের উত্ত্যক্ত করার চেষ্টা করলে মোহাম্মদ মকছুদ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ছুরিকাঘাত করে মোহাম্মদ মকছুদকে গুরুতর জখম করে। আহত অবস্থায় মকছুদ উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মোহাম্মদ মকছুদের বড় ভাই মোস্তাক আহমদ বলেন, ঘটনার পরদিন তিনি আটজনের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি মামলা করেন। তাঁর ভাইয়ের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার জন্য পুলিশ নানাভাবে চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d