খেলা

সিরিজের মাঝপথেই নিউজিল্যান্ড স্কোয়াডে পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বেশ খানিকটা পরীক্ষা নিরীক্ষা করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই পরীক্ষার অংশ হিসেবে পেসার কাইল জেমিসন সিরিজের ২য় ও ৩য় ওয়ানডেতে এবং ব্যাট্যার ফিন অ্যালেন শুধু দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না। দু’জনই টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরবেন।

এই সিরিজে কিউইদের মূল পেসাররা নেই। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট বিশ্রামে। লকি ফার্গুসন আর ম্যাট হেনরি নেই চোটের কারণে। গত সপ্তাহে বাংলাদেশে টেস্ট সিরিজ শেষ করে ফেরার পর জেমিসনের হ্যামস্ট্রিংয়ে সমস্যা ছিল। তাই আগেভাগেই ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা এই পেসারের বদলি হিসেবে বেন সিয়ার্সকে ওয়ানডে দলে যুক্ত করা হয়েছিল। এবার জেমিসন না থাকায় সিয়ার্স মূল স্কোয়াডের অংশ হয়ে যাবেন।

নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টেডি বলেন, নতুন মৌসুমের শুরুতে জেমিসনকে নিয়ে তারা সাবধনতা অবলম্বন করতে চান, সামনে অনেক খেলা আছে আমাদের এবং আমরা নিশ্চিত করতে চাই যেন, অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি না নিয়ে কাইলকে (জেমিসন) সম্ভাব্য সেরা অবস্থায় রাখা যায়। ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময়ই আমরা বলেছিলাম যে, এই সিরিজটি আমাদের জন্য সুযোগ নতুনদেরকে পরখ করে দেখার এবং বেন (সিয়ার্স) সেটিরই অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d