জাতীয়

রেললাইনের স্লিপার ক্লিপ খোলার সময় ৩ দুর্বৃত্তকে ধাওয়া

ফেনী: ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনীর ফাজিলপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে স্লিপারের রিং স্পাইক তথা ক্লিপ খুলে নেওয়ার চেষ্টা করেছে কয়েকজন দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে তিনজনকে ধাওয়া করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।

আনসার সূত্রে জানা গেছে রেললাইনের পাশে টহল দিচ্ছিলেন কয়েকজন আনসার সদস্য। তারা ফাজিলপুর রেলস্টেশনের দিকে টহল দেওয়ার সময় তিন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ঢাকা-চট্টগ্রাম রেললাইনের স্লিপারের ক্লিপ খোলার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা তাদের ধাওয়া করলে তিনজন পালিয়ে যান।

এ সময় আনসার সদস্যরা ১২টি স্লিপারের ক্লিপ খোলা অবস্থায় দেখতে পান। তারা বিষয়টি আনসার বাহিনীর জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ানকে অবহিত করেন। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।

ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান জানান, বিষয়টি টের পেয়ে আনসার সদস্যরা তিনজনকে ধাওয়া করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে টহল বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফাজিলপুর রেলস্টেশন মাস্টার মেহেদী হাসান জানান, ১২টি স্লিপারের ক্লিপ খোলায় ট্রেন চলাচলে অসুবিধা হবে না। তবুও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ফেনী রেলস্টেশন মাস্টার মো. হারুন ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ক্লিপ খোলার বিষয়টি জিআরপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d