চট্টগ্রাম

চট্টগ্রামে বিজয় মেলা স্থগিত, ফের শুরু হবে নির্বাচনের পর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থগিত করা হয়েছে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই)’র মুক্তিযুদ্ধের বিজয় মেলা।

বুধবার(২৭ ডিসেম্বর) বিকেলে মেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন উইম্যান চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী।

তিনি বলেন, ‘বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরের শুরুর দিকে মেলার উদ্বোধন হয়েছিল। স্টলগুলো বসানোর কাজ চলছিল।

গেট-তোরণসহ নানা কাজ চলছিল। কিন্তু যেহেতু মেলাটা ওপেন প্লেসে (উন্মুক্ত স্থানে) হচ্ছে তাই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্থগিত করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তা বিঘ্নিত হয়নি। পুলিশ-প্রশাসন আমাদের সার্বিক নিরাপত্তা দিয়েছে। নির্বাচনের পর আবারও চালু করার প্রচেষ্টা থাকবে। ’

এর আগে ৬ ডিসেম্বর নগরের আমবাগান রোডস্থ শহীদ শাহজাহান মাঠে সিডব্লিউসিসিআইর উদ্যোগে বিজয় মেলার উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d