মাটিরাঙ্গায় মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কোন ভাবেই লাগাম টানা যাচ্ছেনা চোর চক্রের। বাসা বাড়ি থেকে আরম্ভ করে দোকান পাট, মোটরসাইকেল, সরকারি-বেসরকাারি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হচ্ছে চুরি। এতে মাটিরাঙ্গা পৌরবাসীর মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক।
এদিকে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্স ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেন মসজিদের খাদেম মো. জহির হোসেন আব্দুল কাদের বলেন, শুক্রবার মসজিদে খোদবা চলাকালীন সময় ২য় তলার এক কোনে দানবাক্সের ঢাকনা দেখে মসজিদ পরিচালনা কমিটিকে অবগত করেন তিনি।
মসজিদের কোষাধ্যক্ষ মো. মানিক মিয়া জানান, খাদেমের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. মেজবা উদ্দিন, মসজিদ কমিটির সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ নামাজ শেষে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণে সহকারী কমিশনার (ভূমি ) নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর জানান, বিষয়টি আমি অবগত নই। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।