আবারো আন্দোলনে যাচ্ছে চবি শিক্ষক সমিতি
নানা অনিয়মের অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে’র পদত্যাগের দাবিতে আবারো আন্দোলনে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে চবি শিক্ষক সমিতির পক্ষ থেকে আগামীকাল রবিবার থেকে তিনদিনের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরা আমাদের স্থগিতকৃত আন্দোলনে ফিরে যাচ্ছি। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রবি, সোম ও মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি পালন করবো।
এর আগে আইন ও বাংলা বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে গত ১৭ ডিসেম্বর উপাচার্যের কাছে যায় সমিতি। তাদের অভিযোগ, শিক্ষক নিয়োগে বিভাগের পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এটি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের লঙ্ঘন, তবে ওই দিন দাবি না মানায় পরদিন থেকে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দেন সমিতির সদস্যরা। তিন দিনের টানা অবস্থান কর্মসূচি শেষে চতুর্থ দিন প্রতীকী গণঅনশন করেন তারা। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত রাখা হয়।