চট্টগ্রাম

করপোরেট আইন নিয়ে এলসিআইর কর্মশালা

নগরের কাজীর দেউড়ির ব্র্যাক লার্নিং সেন্টারের মাল্টিপারপাস হল রুমে করপোরেট ল’ ইন প্র্যাকটিসের ওপর দিনব্যাপী কর্মশালা করেছে লিগ্যাল ক্যারিয়ার ইনস্টিটিউট (এলসিআই)।

এলসিআইর চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদ ইসলাম সুমনের সভাপতিত্বে শনিবার (১৩ জানুয়ারি) কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, চার্টার্ড অ্যাকান্ট্যান্টস সিদ্ধার্থ বড়ুয়া এবং অ্যাডভোকেট মোস্তফা আজগর শরিফী।

এলসিআইর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী রুমানের সঞ্চালনায় কর্মশালায় ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন প্রশিক্ষণার্থীদের করপোরেট আইনের নানা প্রায়োগিক বিষয়ে আলোচনা করেন। সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ কোম্পানি আইনের সূক্ষ্ম প্র‍্যাকটিকাল বিষয় তুলে ধরেন।

মোস্তফা আজগর শরিফী ক্যারিয়ার হিসেবে আইনজীবীদের ভূমিকা বিষয়ে আলোচনা করেন।
আইনজীবী ও আইনের শিক্ষার্থীদের নানাবিধ ক্যারিয়ার গঠনে সহায়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কোর্স পরিচালনা করছে এলসিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d