দেশজুড়ে

ট্রেনে ধর্ষণ: অ্যাটেনডেন্ট বরখাস্ত, বিভাগীয় মামলা

লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অ্যাটেনডেন্ট আক্কাস গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে লালমনিরহাট রেল বিভাগ। এছাড়াও চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।

রেলওয়ের লালমনিরহাট ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার (ডিটিও) আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অপর তিন সদস্য হলেন- তাসরুজ্জামান বাবু, রেলওয়ে হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান ভূইয়া ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট (আরএমডি) শফিকুর রহমান। কন্ট্রোল অর্ডারের মাধ্যমে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম এ নির্দেশনা দেন।

লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার রেলওয়ে পুলিশের দায়ের করা মামলায় অভিযুক্ত আক্কাস গাজীকে গ্রেপ্তারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপরেই রাতে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে রেল বিভাগ।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। আদালতের সকল কার্যক্রম শেষে বাবা ও বড় ভাইয়ের কাছে তাকে হস্তান্তর করা হবে বলে লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d