জাতীয়

তিন জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

তীব্র শীত ও টানা শৈত্যপ্রবাহের কারণে কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুর জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুধু পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষকরা বিদ্যালয়ে অন্যান্য কাজের জন্য উপস্থিত থাকবেন।

এর আগে গেলো ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

তাপমাত্রা ১৭ নয়, ১০ ডিগ্রিতে নামলে স্কুল বন্ধতাপমাত্রা ১৭ নয়, ১০ ডিগ্রিতে নামলে স্কুল বন্ধ কনকনে শীতের সঙ্গে বৃষ্টি, জেলায় জেলায় স্কুল বন্ধ কনকনে শীতের সঙ্গে বৃষ্টি, জেলায় জেলায় স্কুল বন্ধ এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসগুলোকে নির্দেশনা দেয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) মোহাম্মদ কবির উদ্দীনের সই করা ওই নির্দেশনায় বলা হয়, এ আদেশ ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d