দুই প্রতিবন্ধী শিক্ষার্থীর দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
সাইরা তাসনিম ও শহীদুল আলম নামে দুই শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষার খরচসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (২০ জানুয়ারি) সকালে নগরের চশমা হিলস্থ বাসভবনে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেন চট্টগ্রামের বাসিন্দা এই দুই প্রতিবন্ধী শিক্ষার্থী। এসময় তারা মন্ত্রীর কাছে নিজেদের অস্বচ্ছলতা ও দুর্দশার কথা তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী গুরুত্ব সহকারে দুই শারিরীক প্রতিবন্ধীর কথা শোনেন, তাদের পড়াশোনাও পারিবারিক অবস্থার খবরাখবর নেন এবং দুজনকে কম্পিউটার শিক্ষার তাগিদ দেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদেরকে রাষ্ট্রের সম্পদে পরিণত করতে বদ্ধপরিকর।’
এসময় দুই শারিরীক প্রতিবন্ধীকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে নগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুকে তাদের পরিবারের নিয়মিত খোঁজ খবর ও সাইরা-শহীদের যাবতীয় বিষয়ে দেখাশোনার নির্দেশনা প্রদান করেন।
প্রতিবন্ধী শিক্ষার্থী শহীদুল আলমের দেহের উচ্চতা ৪ ফিট ৮ ইঞ্চি ও সাইরা তাসনিমের ৩ ফিট ৩ ইঞ্চি। সাইরা তাসমিন বর্তমানে বিএ ৩য় বর্ষে অধ্যয়নরত এবং শহীদুল আলম ২০১৫ সালে এইচএসসি পাস করেছেন।