খেলা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন সাকিব

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার সময় আবারও চোখের সমস্যায় পড়েন সাকিব আল হাসান। ফলে চোখের চিকিৎসার জন্য আজ দুপুরে সিঙ্গাপুর গেছেন বাংলাদেশ জাতীয় দলে অধিনায়ক। সোমবার (২২ জানুয়ারি) দেশটির রেফেলস আই সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন তিনি।

এরপর সেখানকার চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করবে কোন পথে হাটবেন সাকিব। এরআগে ভারতের চেন্নাই ও লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন টাইগার অলরাউন্ডার। তবে দুই জায়গার চিকিৎসকের পর্যবেক্ষণে কিছুটা ভিন্নতা ধরা পড়ে। অতিরিক্ত মানসিক চাপের কারণেই সাকিবের চোখের রেটিনার নিচে একধরণের তরল পদার্থ জমে ঝাপসা করে দিচ্ছে দৃষ্টি। যা ব্যাটিংয়ের সময় বেশি ভোগাচ্ছে টাইগার দলপতিকে। এই ধরণের সমস্যায় লেজার, ইনজেকশন ও ওষুধ সেবনের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

চলমান বিপিএলে শনিবার প্রথম ম্যাচ খেলেছে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। তামিম ইকবালের দল চট্টগ্রামের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটিতেই চোখ নিয়ে অস্বস্তিতে ভুগেছেন সাকিব। বিদেশে চিকিৎসা নিতে যাওয়ায় বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d