নিয়ন্ত্রণ হারিয়ে টেক্সি পুকুরে, রক্ষা পেল মাদরাসার ৬ শিক্ষার্থী
দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটের দক্ষিণ পাশের চৌধুরী হাট রাস্তায় মাদরাসা পড়ুয়া শিশুদের বহনকারী একটি সিএনজিচালিত টেক্সি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে গেছে।
গতকাল মঙ্গলবার দুপুরের এ দুর্ঘটনায় ছয় শিশুকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীরা সুস্থ আছে।
প্রত্যক্ষদশীরা জানান, মাদরাসার শিশুদের নিয়ে টেক্সিটি অপর একটি টেক্সিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় শিশুদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন দ্রুত পুকুরে ঝাঁপিয়ে পড়ে শিশুদের উদ্ধার করে। এ সময় নোয়াপাড়ার চেয়ারম্যন বাবুল মিয়া উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য পাঠায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ওই গাড়িতে ছয় শিশু ছিল। এখন সকলেই ভাল আছে।