পার্বত্য চট্টগ্রাম

বাছাইছড়িতে বিভিন্ন প্রজাতির ফলজ ও সবজি চারা বিতরণ

অনাবাদি পতিত ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৮ ইউনিয়নের ১৫৬টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও সবজি চারা, বীজ সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের সামনে ১৪৮ পরিবারের মাঝে ফলজ ও সবজি চারা এবং ৮ পরিবারের মাঝে আদার বীজ, বালতিসহ কৃষি উপকরণ বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা।

এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিতরণকালে উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা দেশের এক ইঞ্চি জমি যাতে খালি না থাকে সেই লক্ষ নিয়ে পারিবারিক পুষ্টি নিশ্চিত করার লক্ষে এসব চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে। এগুলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d