অসুস্থ সালাউদ্দিনের বাসায় পাপন
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে দেখতে তার বাসায় গেলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সালাহউদ্দিনের বাসায় যান বিসিবি সভাপতি।
নাজমুল হাসান পাপনকে একাই আসতে দেখা গেছে। বিসিবি বা জাতীয় ক্রীড়া পরিষদের কোনো কর্মকর্তাকে তার সঙ্গে দেখা যায়নি। সৌজন্য সাক্ষাতে বাফুফে সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নেন নাজমুল হাসান।
সম্প্রতি, হার্টের সমস্যায় হাসপাতালে ভর্তি হন সালাউদ্দিন। সেখানে তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় অবস্থান করছেন দেশের কিংবদন্তী এই ফুটবলার। ২০০৮ সাল থেকে বাফুফের সভাপতি হিসেব দ্বায়িত্ব পালন করে আসছেন তিনি।
অন্যদিকে, ২০১২ সাল থেকে বিসিবি সভাপতি হিসেবে আছেন নাজমুল হাসান পাপন। সম্প্রতি যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পান তিনি। গত বছর এই দুই শীর্ষ ক্রীড়া সংগঠক কথার লড়াইয়ে নেমেছিলেন।