চট্টগ্রাম

চট্টগ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষার্থী ১০ হাজার ২১৬ জন

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় চট্টগ্রামের তিন কেন্দ্রে অংশ নিচ্ছে ১০ হাজার ২১৬ জন পরীক্ষার্থী।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজে কেন্দ্রে ৪ হাজার ৮২৩ জন, চট্টগ্রাম কলেজ কেন্দ্রে ২ হাজার ৩৩৬ জন এবং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫৭ জনের পরীক্ষা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) এর অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার জানান, এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে বেলা ১১টায়।

এমবিবিএস ভর্তি পরীক্ষা চলাকালে শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চমেক ক্যাম্পাস, চট্টগ্রাম কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সড়কমুখি রাস্তায় রোড ব্যারিয়ার স্থাপনের মাধ্যমে সকল ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হবে।

সড়কগুলো হচ্ছে-নগরীর অলি খাঁ মসজিদ মোড় থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) সড়ক, চকবাজার কেয়ারীর মোড় থেকে চট্টগ্রাম কলেজ সড়ক, গণি বেকারী থেকে চট্টগ্রাম কলেজ সড়ক, প্যারেড গ্রাউন্ড উত্তর-পূর্ব কর্ণার থেকে কেয়ারী সড়ক ও প্রবর্তক মোড় থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) সড়ক।

পরীক্ষার্থী পরিবাহী যানবাহনসমূহ পরীক্ষার্থীদের কেন্দ্রভিত্তিক সুবিধাজনক স্থান বিশেষ করে গণি বেকারী, কেয়ারী মোড়, প্যারেড গ্রাউন্ডের উত্তর-পূর্ব কর্ণার, অলি খাঁ মসজিদ মোড় ও প্রবর্তক মোড়সমূহকে ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করবে। সিএমপি ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এই নির্দেশনা জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d