খেলা

বিদায় শঙ্কায় ঢাকা-সিলেট

দুর্দান্ত ঢাকার দুর্দান্ত শুরু তা হলে ‘ফ্লুক’ ছিল! এমনটা এখন জোর দিয়ে বলাই যায়। দশম বিপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছিল তারা। এরপর থেকে হারই যেন তাদের নিয়তি! টানা ছয় ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে তারা, আরেকটি হার তাদের আসরটাই শেষ করে দেবে। সমীকরণ যখন এমন, তখন কি না তাদের প্রতিপক্ষ সেই কুমিল্লা। বিদায় শঙ্কায় ঢাকা-সিলেট

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় শুরু হতে যাওয়া ম্যাচটি তাই ঢাকার জন্য একই সঙ্গে প্রেরণার এবং শঙ্কার। অবশ্য শঙ্কাটাই বেশি। কেননা কুমিল্লা প্রতিপক্ষ হিসেবে বেশ শক্তিধর। ধীরে ধীরে ছন্দও ফিরে পাচ্ছে চারবারের চ্যাম্পিয়নরা। ঢাকা সেখানে দিনকে দিন হাঁটছে উল্টো পথে। আরও সহজ করে বললে আসর থেকে বিদায়ের পথে। ইতিমধ্যে সাত ম্যাচ খেলে ফেলেছে তারা, পয়েন্ট মাত্র ২। হাতে থাকা পাঁচ ম্যাচের সব জিতলেও সেরা চারে তাদের থাকার সম্ভাবনা ক্ষীণ।

ঢাকার মতো ঠিক একই সমীকরণ সিলেট স্ট্রাইকার্সেরও। তাদের পয়েন্ট ৪, তবে ম্যাচ খেলেছে আটটি। অর্থাৎ হাতে থাকা ম্যাচগুলো দলটির জন্যও অস্তিত্ব রক্ষার। এমতাবস্থায় আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে তারা। গতবার কুমিল্লার কাছে ফাইনাল হেরে শিরোপা হাতছাড়া করা দলটি এবার শুরু থেকেই ছিল বিবর্ণ। তবে শুরুর পাঁচ ম্যাচে হার দেখার পর কিছুটা হলেও নিজেদের ফিরে পেয়েছে তারা। সমালোচনার মুখে মাশরাফি বিন মোর্ত্তজা বিরতিতে যাওয়ার পর সিলেটের নেতৃত্বে এসেছেন মোহাম্মদ মিঠুন। কিছুটা হলেও উন্নতি তিনি দেখাতে পেরেছেন, সবশেষ তিন ম্যাচে তাই দুটি জয় দেখেছে সিলেট।তাতে অবশ্য শঙ্কা দূর হচ্ছে না সিলেটের, তাদের মতো বিদায় শঙ্কায় ঢাকাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d