চুরির পর মাটির নিচে লুকানো হয় ৫১ ভরি সোনা
চট্টগ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে নগরের সদরঘাট পুলিশ। শনিবার থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পশ্চিম মাদারবাড়ি এলাকায় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, চারটি ছুরি, দুটি তালা কাটার যন্ত্র ও দুটি রেঞ্চ উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাবাদে জানা যায়, কয়েকদিন আগে নগরের মেহেদীবাগস্থ আমিরবাগ আবাসিকের একটি বাসা থেকে বিপুল সোনা চুরি করেন তারা। এরপর তাদের দেওয়া তথ্যে, নগরের ডবলমুরিং থানার বারেক বিল্ডিং এলাকার সানাই সিনেমা হলের খালি জায়গায় মাটির নিচে লুকানো ৫১ ভরি ১২ আনা তিন রত্তি নয় পয়েন্ট সোনা উদ্ধার করা হয়। চুরির পর সোনাগুলো সেখানে পুঁতে রাখেন তারা।
সদরঘাট থানার ওসি ফেরদৌস জাহান বলেন, গ্রেফতারকৃতরা সবাই ডাকাত দলের সদস্য। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।