রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত ৩ শিশু
পাল্টাপাল্টি হামলা চলছেই রাশিয়া-ইউক্রেন ফ্রন্টলাইনে। খারকিভে মস্কোর ড্রোন হামলায় প্রাণ গেছে ৩ শিশুসহ ৭ জনের। শনিবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে বলেছেন, হামলায় সাত, চার এবং ছয় মাস বয়সী তিনজন শিশু নিহত হয়েছে।
এ হামলায় বিধ্বস্ত হয়েছে ১৫টি আবাসিক ভবন। বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। তবে, নিরাপদে উদ্ধার করা হয় ৫০ জন বাসিন্দাকে।
এদিকে ইউক্রেন সেনাদের দাবি, মস্কোর দু’টি কমান্ড পোস্ট ও দুটি অস্ত্রাগার ধ্বংস করেছে তারা। কুপিয়ানস্ক, ক্র্যাসনি, লিম্যানসহ বিভিন্ন স্থানে ইউক্রেনের হামলা প্রতিহতের দাবি করেছে মস্কো।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের একাধিক ঘাঁটিতে সমরাস্ত্র ও সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। ধ্বংস করেছে হইটজার, দু’টি ট্যাংক, তিনটি সাজোয়া যান ও দু’টি অস্ত্রাগার। এছাড়া ১৫টি রকেট ও ৯৭টি ড্রোন ধ্বংসের দাবিও করে রুশ সেনারা।