চট্টগ্রাম

কর্ণফুলীতে দুই গরুর মাংস বিক্রেতাকে জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলীতে ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না থাকায় ২ গরুর মাংসের দোকানিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরপাথরঘাটা ব্রীজঘাট বাজারে সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, চরপাথরঘাটা ব্রীজঘাট মাংস বিতান (প্রোপাইটর মো: জাবেদ) গরুর মাংসের প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকা ও বাটখারার ওজনে গরমিল থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার এবং ওজন ও পরিমাপ আইনে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারের খাজা মাংস বিতান (প্রোপাইটর মো: মোস্তফা) গরুর মাংসের প্রতিষ্ঠানকে ত্রুটিযুক্ত বাটখারা লুকানো এবং ত্রুটিযুক্ত বাটখারা দিয়ে মাংস বিক্রয় করায় ওজন ও পরিমাপ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এর কর্মকর্তা ফারহানা জাহান পারুল, প্রকৌশলী সজীব চৌধুরী ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d