পুলিশ হেফাজতে বডিবিল্ডারের মৃত্যু, ব্যবস্থার নির্দেশ কমিশনের
পুলিশ হেফাজতে বডিবিল্ডার ফারুকের মৃত্যুর অভিযোগের সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন।
মানবাধিকার কমিশনের উপ-পরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যমে ‘পুলিশ হেফাজতে বডিবিল্ডার ফারুকের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
এ ব্যাপারে কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, অভিযোগের বিষয়টি অত্যন্ত গুরুতর ও ঘটনাটি সত্য হয়ে থাকলে তা মানবাধিকারের চরম লঙ্ঘন মর্মে কমিশন মনে করে। হেফাজতে নির্যাতন বা মৃত্যুর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
এ ঘটনার বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কমিশনের নিকট প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।