অবৈধ ভাটা মালিককে লাখ টাকা জরিমানা, দুজনকে কারাদণ্ড
লাইসেন্স দেখাতে না পারায় চট্টগ্রামের সাতকানিয়ায় ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দুজনকে একমাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার এওঁচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এইচএবি ইটভাটার ম্যানেজার কিরন সিকদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মোহাম্মদ জহির এবং ফজলুল কাদের নামে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আরও দুজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, অবৈধ ইটভাটাগুলির চুল্লিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইট পুড়ানো বন্ধ করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।