চট্টগ্রাম

আগামীর ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থা

আগামীর ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম’- নামে সম্ভাবনাময়ী বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থা।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস সভা কক্ষে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে।

আঞ্চলিক ক্রিকেট সংস্থার আহ্বায়ক এবং বিসিবি পরিচালক আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় “আগামীর ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম” প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম বিভাগের সম্ভাবনাময় ১৫-১৭ বছর বসয়ী ক্রিকেটার অন্বেষণ, বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী ক্রিকেট ক্যাম্প পরিচালনা এবং ২ দিনের ও ৫০ ওভারের ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় ক্রিকেট লীগ আয়োজনের বিষয়টি পর্যবেক্ষন এবং যথাযথ পৃষ্ঠপোষকতার জন্য বিসিবি বরাবরে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও গত বছরের নভেম্বর মাসে স্থগিত হওয়া চট্টগ্রাম বিভাগীয় অনুর্ধ্ব-২৩ ক্রিকেট প্রতিযোগিতাটি এ বছর ক্রিকেট মৌসুমের শুরুতেই আয়োজন করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক ক্রিকেট সংস্থার আহ্বায়ক আ জ ম নাছির উদ্দীন, সদস্য সচিব সিরাজউদ্দিন মো. আলমগীর, সদস্য আলী আব্বাস, সৈয়দ আবুশ বশর, নাজমুল আহসান রোমেন, জুয়েল চাকমা, নিয়াজ মোর্শেদ এলিট।

এছাড়া, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, কিউরেটর জাহিদ রেজা বাবু, বিভাগীয় কোচ মমিনুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d