জাতীয়

জরুরি ভিত্তিতে সরকার গম উৎপাদনের তথ্য চাইল

উপজেলা ওয়ারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করার লক্ষ্যে সম্ভাব্য গম উৎপাদনের তথ্য জরুরি ভিত্তিতে চেয়েছে সরকার। আগামী এপ্রিল মাস থেকে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান শুরু হবে। 

খাদ্য অধিদপ্তর থেকে সম্প্রতি দেশের সব আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান, ২০২৪ আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে। আসন্ন গম সংগ্রহ অভিযান, ২০২৪-এ উপজেলাওয়ারি লক্ষ্যমাত্রা ধার্য করার লক্ষ্যে জেলার উপজেলাওয়ারি সম্ভাব্য গম উৎপাদনের তথ্য প্রয়োজন। সে লক্ষ্যে উপজেলাওয়ারি গম উৎপাদনের তথ্য আগামী ১৪ মার্চের মধ্যে ই-মেইলসহ হার্ডকপি জরুরিভিত্তিতে এ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

একইসঙ্গে তার বিভাগের জেলাগুলোর প্রতি টন গম উৎপাদনের প্রকৃত ব্যয় (খাতওয়ারি) এবং কেজিপ্রতি সম্ভাব্য সংগ্রহ মূল্য প্রেরণ করতে অনুরোধ করা হলো।

সম্ভাব্য গম উৎপাদনের তথ্য রাউন্ড ফিগারে (দশমিক ব্যতিত) পাঠাতে হবে। গম উৎপাদনের তথ্য পাঠানোর পর আর কোনো সংশোধনী গ্রহণ করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d