অগ্নিনিরাপত্তায় ত্রুটি মিললো হোটেল লং বিচে
পর্যটন শহর কক্সবাজারের তারকামানের হোটেল লং বিচে অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি মিলেছে। এসব অসঙ্গতির জন্য প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে ছিলেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, কক্সবাজারের তারকা মানের হোটেল লং বিচে ফায়ার এক্সিটিংগুইসারের ঘাটতি রয়েছে। বেশ কিছু ফায়ার এক্সিটিংগুইসার অচল অবস্থায় পাওয়া গেছে। তিনটি পাম্প থাকার কথা তবে সেখানে পাওয়া গেছে একটি মাত্র পাম্প। এ ছাড়াও নানা ধরনের অসঙ্গতি ছিল। তাদের ২ মাসের সময় বেধে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম বলেন, কক্সবাজার হোটেল ও রেস্টুরেন্টগুলোর অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আছে কিনা দেখতে অভিযান চালানো হয়। এর মধ্যে অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি থাকায় হোটেল লং বিচকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের আরো বেশ কয়েকটি অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।