চন্দনাইশে উচ্ছেদ অভিযান, খাসজমি উদ্ধার
চন্দনাইশে সরকারি খাসজমি উদ্ধারে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। তার সঙ্গে রয়েছে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম। এ সময় আশ্রয়হীন হয়ে পড়েন ৬ পরিবারের ৩৫ জন সদস্য।
প্রশাসন জানায়, স্বাধীনতা পরবর্তী সময় ধরে সরকারি খাসজমি দখল করে অবৈধভাবে বসবাস করে আসছে পরিবারগুলো।
উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা দাবি করেছেন, এ জমি সরকারের নয় বরং তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া ভিটেমাটি। আরএস ও পিএস খতিয়ানে তাদের মালিকানা রয়েছে-এমন তথ্য জানিয়ে এ বিষয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান থাকার দাবিও করেন উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকার সরকারি জমি অবৈধ দখলে ছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের লিখিত আদেশ পেয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছি।’