চট্টগ্রাম

চট্টগ্রামে ক্যাটেল এক্সপোর কনসার্টে সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ১৫

চট্টগ্রামে ক্যাটেল এক্সপোর কনসার্টে আসা দর্শকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় স্টেজে ছিল দেশের অন্যতম ব্যান্ড অ্যাশেজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। এ সময় তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার আবাহনী মাঠে এ ঘটনা ঘটে। এতে কনসার্ট পণ্ড হয়ে যায়। বৃহস্পতিবার ওই মাঠে ক্যাটেল এক্সপো শুরু হয়। শুক্রবার দ্বিতীয় দিনে ছিল কনসার্ট।

কনসার্টে যাওয়া আবু কাউসার নামে এক ব্যক্তি বলেন, ‘কনসার্ট দেখতে লোকসমাগম বেশি হয়। এতে প্রচণ্ড ভিড় ছিল। পরিস্থিতি সামাল দিতে পারেনি পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে দর্শকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে দর্শকরা হুড়োহুড়ি শুরু করে। সেই সঙ্গে দর্শকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ারশেল মারে। এতে কয়েকজন আহত হয়েছেন।’

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, ‘কনসার্ট দেখতে দর্শক বেশি যাওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিন জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের একটা গাড়িও ভাঙচুর করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d