চট্টগ্রাম

মুরাদপুরে সিপিডিএল আরবি মিডটাউন মার্কেটের উদ্বোধন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে নগরের মুরাদপুরে সিপিডিএল আরবি মিডটাউন মার্কেট ।

নগরের অন্যতম প্রাণকেন্দ্র মুরাদপুরে নির্মিত হয়েছে সিপিডিএল এ মার্কেটে রয়েছে সর্বাধুনিক এস্কেলেটর, লিফট, ডাবল হাইট প্রবেশপথ, পর্যাপ্ত গাড়ি পার্কিং, ড্রপিং জোন সম্বলিত মার্কেটটির বিভিন্ন ফ্লোরে সুনির্দিষ্ট বিভিন্ন আইটেম নিয়ে পরিকল্পিতভাবে সাজানো হয়েছে।

আসন্ন ঈদ বাজার উপলক্ষে ক্রেতাদের চাহিদামতো সাজানো হয়েছে মার্কেটটি ।
রোববার (১০ মার্চ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এ সময় মেয়র সিপিডিএল আরবি মিডটাউন মার্কেটের উত্তরোত্তর ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোস কুমার চাকমা, শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, ভূমি মালিকদের পক্ষে মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মার্কেটের দোকান মালিক- ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি এবং সিপিডিএল পরিবারের অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d