কক্সবাজার

কক্সবাজারে ১০ একর বনভূমি জবরদখল মুক্ত

কক্সবাজার সদরের ঝিলংজায় ১০ একর বনভূমি জবরদখল মুক্ত করেছে প্রশাসন। এ সময় ছয়টি টিনের ঘর ও দু’টি পানের বরজ উচ্ছেদ করা হয়েছে।

রোববার (১০ মার্চ) বিকেলে এ পদক্ষেপ নেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে লিংক রোডের দক্ষিণ মহুরিপাড়াস্থ সিরাজঘোনা এলাকা থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

তিনি জানান, সংরক্ষিত বনাঞ্চলে নবনির্মিত ছয়টি টিনের ঘর ও দু’টি পানের বরজ উচ্ছেদ করা হয়েছে। অবৈধভাবে জবরদখলকৃত প্রায় ১০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামী’র নেতৃত্বে অভিযানে ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, পুলিশ, আনসার, বিট অফিসার, বনকর্মী ও সিপিজি সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d