পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

রাঙামাটি পৌর এলাকা ও রাঙামাটি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ভাবে অপসারণ করা গেলে রাঙামাটি একটি আধুনিক শহরে রূপান্তর করা হবে বলে মন্তব্য করেছেন বক্তারা।

মঙ্গলবার (১২ মার্চ) রাঙামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে জাইকার অর্থায়নে ও ইউএনডিপির সহায়তায় দি ইম্প্রুভমেন্ট অফ ইনফেক্টাস ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে বিষয়ক বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ শিবলী সফিউল্লাহ, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা, এলওজিআইসি প্রকল্পের কর্মকর্তা পলাশ খীসাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রাঙামাটি শহরে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d