জাতীয়

হোটেল-রেস্তোরাঁয় হয়রানিমূলক অভিযান না করার নির্দেশ

হোটেল ও রেস্তোরাঁয় হয়রানিমূলক এলোমেলো অভিযান না করে আইন অনুযায়ী অভিযান করতে বলেছেন হাইকোর্ট। সেই সঙ্গে আইন মেনে যারা রেস্তোরাঁ পরিচালনা করছে, তাদের হয়রানি করা কেন অবৈধ নয় তা জানতে চেয়েও রুল জারি করা হয়।

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ মঙ্গলবার (১২ মার্চ) এ রুল জারি করেন। গতকাল হোটেল ও রেস্তোরাঁয় হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন হোটেল ও রেস্তোরাঁ মালিকরা।

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনার পর রাজধানীর বিভিন্ন রেস্তোঁরায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এসব অভিযানে ৮৭২ জনকে গ্রেফতার এবং ২০টি মামলা করা হয়েছে। ৮৮৭টি ক্ষেত্রে নেয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। বেইলি রোডের ঘটনার পর ধানমন্ডি, খিলগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় একই রকম অনিরাপদ পরিবেশে ভবনজুড়ে রেস্তোরাঁ গড়ে তোলার বিষয়টিও আলোচনায় আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d