বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
নগরীর জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরালসহ মুক্তিযুদ্ধের ইতিহাসনির্ভর চিত্রকর্ম ভাঙচুর মামলার আসামি চট্টগ্রাম নগর ছাত্রদলের সহ-সম্পাদক জালাল উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ।
গ্রেপ্তার জালাল উদ্দিন রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে কিশোর গ্যাং লালন, প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) নগরীর কোতোয়ালি থানার নাশকতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর মামলায় ১৮ নম্বর এজাহারভুক্ত আসামি জালাল উদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়। কোতোয়ালী থানা পরবর্তীতে কোর্টে পাঠালে আদালত তাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত বছর নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিএনপি তারুণ্যের সমাবেশে যোগ দিতে যুবদল-ছাত্রদলের ব্যানার নিয়ে মিছিল করে যাওয়ার সময় নগরের জামালখানে বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভেঙে দেয় বিএনপির নেতাকর্মীরা। সেখানে স্থাপিত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিলের রেপ্লিকা, জাতীয় নেতার ছবি সম্বলিত ঐতিহাসিক মুহুর্তের চিত্রও বিএনপি নেতাকর্মীরা ভেঙে দেয়।