পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙামাটির আসামবস্তি থেকে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাতে আসামবস্তি ভুট্টর মিলে এসব অবৈধ কাঠ আনলোড করার সময় জব্দ করা হয়।

জানা যায়, শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টায় গোপন তথ্যের ভিত্তিতে একটি অসাধু চক্র কর্তৃক মগবান ও জীপতলী ইউনিয়ন হতে বোটে করে আসামবস্তির ভুট্টর মিলে অবৈধ সেগুন কাঠের লগ নিয়ে আসার খবর জানতে পারে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা। পরবর্তীতে গোয়েন্দা সংস্থাটির নজরদারি ও প্রত্যক্ষ সহযোগিতায় রাত আনুমানিক ৮টার সময় উক্ত অবৈধ সেগুন কাঠের চালানটি অসাধু চক্র আসামবস্তির ভুট্টর মিলে নিয়ে আসলে কাঠগুলো আনলোড করার সময় ১১৮ পিস (১৬৪.৬২ সিএফটি) সেগুন কাঠের লগ আটক করা হয়।

এ সময় রাঙামাটি জোন সদর কে অবগত করলে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে অবৈধ কাঠের চালানটি পাহারায় রাখে।

পরবর্তীতে এ বিষয়ে বন বিভাগকে অবগত করলে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে এসে রাত আনুমানিক ২:৩০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করে সেখান থেকে উদ্ধার করে বন বিভাগে নিয়ে যায়। তবে ঘটনার সাথে জড়িতরা উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়। জব্দকৃত কাঠগুলোর আনুমানিক বাজার মূল্য ২,১২,০০০ ( ২ লক্ষ ১২ হাজার) টাকা বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d