কর্ণফুলীচট্টগ্রাম

কর্ণফুলী রিভারভিউর কর্মচারী খুনের আসামি গ্রেপ্তার

নগরের চান্দগাঁও থানার ‘কর্ণফুলী রিভারভিউ’ নামক রেস্তোরাঁয় অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে কর্মচারীকে খুনের ঘটনায় হওয়া মামলায় মো. সাইফুল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

রবিবার (২৪ মার্চ) বিকেলে নগরের বহদ্দারহাটের স্বাধীনতা টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সাইফুল (৩৮) চান্দগাঁও থানার হামিদচর এলাকার মৃত শামসুর ছেলে। র‍্যাবের দাবি, তিনিই হামলার মূলহোতা এবং মদদদাতা।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, রেস্তোরাঁ কর্মচারী রিয়াদ হত্যায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় হওয়া মামলার পর থেকে আমরা জড়িতদের গ্রেপ্তারে অভিযান চেষ্টা অব্যাহত রাখি। গতকাল (রবিবার) আমরা মামলার অন্যতম আসামি মো. সাইফুলকে গ্রেপ্তারে সক্ষম হই। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছি আমরা।

এর আগে, গত ১৩ মার্চ দিবাগত রাতে কর্ণফুলী রিভারভিউ রেস্তোরাঁয় তুচ্ছ ঘটনার জেরে রেস্তোরাঁ মালিক মোহাম্মদ ইকবালের সাথে কথা কাটাকাটি হয় স্থানীয় বাবুল মিয়ার সাথে। সেই ঘটনার জেরে বাবুলের লোকজন গ্রেপ্তার সাইফুলের নেতৃত্বে অস্ত্রসস্ত্রসহ ইকবালের রেস্তোরাঁতে হামলা চালায়। এসময় আটজন রেস্তোরাঁ কর্মচারী আহত হন। এরইমধ্যে ১৪ মার্চ রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ রিয়াদ মারা যান। এ ঘটনায় রেস্তোরাঁ মালিক মোহাম্মদ ইকবাল বাদী হয়ে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d