৬ হাজার বস্তা চাল নিয়ে মোংলায় জাহাজডুবি
বাগেরহাটের মোংলা উপজেলার পশুর ও মোংলা নদীর মোহনায় কার্গো জাহাজের ধাক্কায় এমভি সাফিয়া নামের একটি চালবাহী বাল্কহেড জাহাজ ডুবে গেছে। সোমবার (১ এপ্রিল) সকাল থেকে ওই ডুবন্ত জাহাজ থেকে চাল অপসারণের কাজ শুরু হয়েছে।
এর আগে রোববার (৩১ মার্চ) দুপুরে ৬ হাজার বস্তা চাল নিয়ে জাহাজটি ডুবে যায়।
ডুবে যাওয়া এমভি সাফিয়া বাল্কহেডে করে ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য সরকারি চাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। তবে নৌযানডুবির ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি।
এদিকে পশুর ও মোংলা নদীর ত্রিমোহনায় বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া এমভি শাহজাদা-৬ নামের কার্গো জাহাজটিকে রোববার সন্ধ্যায় জব্দ করেছে নৌ পুলিশ।
মোংলা নৌ পুলিশের উপপরিদর্শক সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য রোববার সকালে খুলনার সরকারি খাদ্যগুদাম থেকে ১৭৫ মেট্রিক টন চাল নিয়ে মোংলার খাদ্যগুদামের উদ্দেশে যাচ্ছিল এমভি সাফিয়া বাল্কহেডটি। দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদ ও মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ওই কার্গো জাহাজটি ধাক্কা দিলে চাল নিয়ে ডুবে যায় বাল্কহেডটি। তবে এ সময় বাল্কহেডে থাকা পাঁচজনই সাঁতরে তীরে উঠে যান।