বিনোদন

‘সোনার চর’ হাউজফুল, জায়েদ খানে মুগ্ধ তরুণীরা

এক যুগ পর এবারের ঈদে মুক্তি পেয়েই জায়েদ খানের অভিনীত সিনেমা ‘সোনার চর’-এর শো হাউসফুল হয়েছে। সংবাদমাধ্যম অনুযায়ী, জায়েদ খানের সোনার চর লায়ন ও যমুনা ব্লকবাস্টারে দর্শকের ঢল দেখা যায়।

দর্শকেরা সোনার চর দেখে মুগ্ধতা প্রকাশ করেন। অনেকেই বলছেন জায়েদ খানের এই সিনেমা দেখলে তার অভিনয়ের উন্নতি দেখা যাবে।

লায়ন সিনেমাসে সব বয়সী দর্শক দেখা যায়। একাধিক তরুণ-তরুণী জায়েদ খানের সিনেমা দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

এক তরুণী বলেন, জায়েদ খানের সিনেমা দেখলাম তার অভিনয় অনেক সুন্দর হয়েছে। অভিনয়ে উন্নতি হয়েছে। একই সঙ্গে গ্রামীণ পরিবেশে গল্প এগিয়েছে এটা খুবই ভালো লেগেছে।

আরেক তরুণী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ফুটে উঠেছে। ফলে আমাদের প্রত্যেকের এই ছবি দেখা উচিত। জায়েদ খানের অভিনয় দেখে আমার সত্যিই ভালো লেগেছে। খুবই সুন্দর একটি গল্পের ছবি।

এক নারী বলেন, আমার খুব ভালো লেগেছে সোনার চর সিনেমা। জায়েদ খানকে ভালো লেগেছে, মৌসুমী ও ওমর সানীকেও ভালো লেগেছে। সিনেমার গল্পটাও সুন্দর ছিল। সবার দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d