বোয়ালখালীতে লুণ্ঠিত মালামালসহ চোর গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় মো. জাবেদ (১৯) নামের এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাবেদ উপজেলার পশ্চিম গোমদণ্ডী জমাদারহাট এলাকার মৃত নুরুল আবছার খানের ছেলে
তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লুন্ঠিত ২টি স্বর্ণের চেইন, তিনটি আংটি ও নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করা করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন।
তিনি বলেন, গত ৯ এপ্রিল উপজেলার পশ্চিম গোমদণ্ডীর খলিফা বাড়ির শারমিন আক্তার পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে যান। এরপর ১৩ এপ্রিল ঘরে এসে দেখতে পান তালা খোলা ওয়ারড্রবে রক্ষিত স্বর্ণের গয়না ও নগদ ৭০ হাজার টাকা নেই।
এ ব্যাপারে শারমিন আক্তার বাদী হয়ে গতকাল সোমবার (১৫ এপ্রিল) থানায় মামলা দায়ের করলে পুলিশ চোরকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে। তাকে আটকের পর লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশ। লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।