চট্টগ্রাম

আমাদের দেশের চিকিৎসকরা বিশ্বমানের : মেয়র রেজাউল

সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘আমাদের দেশের চিকিৎসকরা বিশ্বমানের, শুধু দেশে নয়; বিশ্বের বিভিন্ন দেশে তারা সুনামের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু দেশে গবেষণার সুযোগ বাড়াতে হবে।’

শুক্রবার (১৯ এপ্রিল) চট্টগ্রামে এপিক হেলথ কেয়ারের মেডিকেল পূর্ব গেট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বক্তারা চট্টগ্রামের এপিক হেলথ কেয়ারের রোগ নির্ণয় বিশ্বমানের এবং দেশের বাইরেও সমাদৃত বলে মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘আমি সত্যিই অবাক হয়েছি ব্যাংককের ডায়াগনস্টিক রিপোর্টের সঙ্গে এপিকের রিপোর্টের মিল দেখে। এপিকের রোগ নির্ণয় বিশ্ব মানের, দেশের বাইরেও তাদের রিপোর্ট সমাদৃত।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, মহিলা ওয়ার্ড কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এস এম আবু সুফিয়ান, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান, বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মো. জসীম উদ্দিন, ডিরেক্টর (এইচআর অ্যান্ড অ্যাডমিন) তহমিনা মরিয়ম, ডিরেক্টর (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) তানজিনা কবির, কনসালটেন্ট (অপারেশনাল ডেভেলপমেন্ট) ডা. সাইফুদ্দীন মো. খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এপিক হেলথ কেয়ারের ১ম শাখাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের বিপরীতে এবং ২য় শাখাটি আন্দরকিল্লায় অবস্থিত। মেডিকেল পূর্ব গেটে উদ্বোধন হওয়া এটি তাদের তৃতীয় শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d