চট্টগ্রাম

চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া সেই বাসচালক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া শাহ আমানত বাসের চালক মো. তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে নগরের কোতোয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. তাজুল ইসলাম (৪৯), রাউজান থানার চিকদাইর এলাকার করম আলী হাজীর বাড়ির আবদুল খলিলের ছেলে।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশের সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, নগরের কোতোয়ালী এলাকা থেকে চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে নগরের দুই নম্বর গেইট চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে গত ২২ এপ্রিল বিকেলে সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের জিয়ানগর এলাকায় শাহ আমানত পরিবহনের একটি বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত হন। এ দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d