চট্টগ্রাম

দূর্ঘটনায় নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর হেলমেট ছিল না

বাসের ধাক্কায় প্রাণ হারানো মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছে প্রশাসন। সেই মোটরসাইকেলে মোট তিনজন আরোহী ছিলেন। এদের মধ্যে হেলমেট ছিল একজনেরই এবং আহত হলেও তিনি বেঁচে গেছেন। প্রাণঘাতী দুর্ঘটনার ছয় দিন পর রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব গতকাল রোববার এই তথ্য জানান।

সড়ক পরিবহন খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিআরটিএর কর্মকর্তারা জানিয়েছেন, মোটরসাইকেল চালকের লাইসেন্স ও মোটরসাইকেলটির নিবন্ধনের বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। তারা জানান, দুর্ঘটনা ঘটানো বাসটিরও ফিটনেস ছিল না। এর চালকের লাইসেন্স ছিল মেয়াদোত্তীর্ণ। খবর বিডিনিউজের।

গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ে বাস মালিক–শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে এসব বিষয় উঠে আসে। ২২ এপ্রিল বিকালে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার সেলিনা কাদের চৌধুরী কলেজের কাছে শাহ আমানত পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে চুয়েট পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শান্ত সাহা ও ২১তম ব্যাচের তৌফিক হোসেন নিহত হন। গুরুতর আহত হন একজন। এ ঘটনায় চুয়েট শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে টানা আন্দোলন চালিয়ে আসছে। ঘটনার রাতে একটি এবং পরে আরও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৫ এপ্রিল চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে অবশ্য হল ছাড়ার সিদ্ধান্ত পাল্টানো হয়।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে শনিবার চার দফা দাবিতে চট্টগ্রামসহ ৫ জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক–শ্রমিক ঐক্য পরিষদ। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বিকালে নিজ কার্যালয়ে পরিবহন–মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের নিবন্ধন এবং চালকের লাইসেন্স না থাকার কথাও তুলে ধরে পরিবহন নেতারা।

ডিসি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুবের কাছে মোটরসাইকেল আরোহীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে চালক ছাড়া অন্য দুজনের মাথায় হেলমেট ছিল না। যার মাথায় হেলমেট ছিল তিনি আহত হয়েছেন।

এরপর বিআরটিএ সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থীর কাছে বাস এবং মোটরসাইকেলের নিবন্ধনের বিষয়ে জানতে চান ডিসি। তিনি জানান, গত ৮ ফেব্রুয়ারি বাসটির ফিটনেসের মেয়াদ, ২ ফেব্রুয়ারি ট্যাঙ টোকেনের মেয়াদ এবং ৭ মার্চ চালকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের নিবন্ধন এবং চালকের ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d