দেশজুড়ে

এখনও ধরাছোয়ার বাইরে ববিতা হত্যার মূল অভিযুক্তরা

প্রায় দুই সপ্তাহেও গ্রেপ্তার হয়নি আশুলিয়ায় ছিনতাইয়ের কবলে পড়া গৃহবধূ ববিতার হত্যার সাথে জড়িত মূল অভিযুক্তরা। স্বজনরা বলছেন, পুলিশ দু’জনকে গ্রেপ্তার করলেও একজন এ ঘটনার সাথে জড়িতই না।

তাদের অভিযোগ, পুলিশ গ্রেপ্তারের নাটক সাজিয়ে সময় পার করছেন। এদিকে ববিতার মৃত্যুর রেশ না কাটতেই এবার তার মামাতো ভাইকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা।

সরেজমিনে দেখা যায়, তিন বছরের শিশু নুসরাত জানেই না তার মা আর নেই। তাই সারাক্ষণ খুঁজতে থাকে মা ববিতা আক্তারকে। আর তাকে উত্তর দিতে বিষণ্ণ হয়ে পড়েন ববিতার স্বজনরা।

এক সময় ববিতার কথায় মেতে থাকা স্বজনরা এখন শোকে কাতর। তাদের অভিযোগ, দুই সপ্তাহেও মূল ছিনতাইকারী ধরা পড়েনি। ছিনতাইয়ের সময় ববিতার পাশে থাকা তার ছেলে জানান, পুলিশ যে দু’জনকে ধরেছে তাদের একজন ছিনতাইয়ে জড়িত ছিলো না।

ববিতার স্বজনদের অভিযোগ, ছিনতাই হওয়া মোবাইল ফোন ও ব্যাগ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। মূল অপরাধীদের না ধরে পুলিশ সময় পার করছে।

এদিকে ববিতার মৃত্যুর রেশ না কাটতেই গত ২৫ এপ্রিল রাতে তার মামাতো ভাই পারভেজ সরকারকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ তারা।

ববিতার মামলা নিয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি হয়নি পুলিশ। তবে জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

গত ১৫ এপ্রিল রাতে আশুলিয়ার পলাশবাড়িতে ছিনতাইকারীদের হামলায় আহত হন ববিতা আক্তার। এনাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর মৃত্যু হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d