ব্যাংক ডাকাতি: কেএনএফ’র নারী সহযোগী গ্রেফতার
বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক ডাকাতির মামলায় জেসি জিংরিনহপার বম নামে কেএনএফ’র আরেক নারী সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক ওই নারীর বাড়ি পাইন্দু ইউনিয়নের বাসাত্লাং পাড়া। বুধবার (পহেলা মে) দুপুরে গ্রেফতার ওই নারীকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ব্যাংক ডাকাতির মামলায় দুই দিনের রিমান্ড শেষে কেএনএফ’র ১৩ সদস্যকে ফের কারাগারে পাঠানো হয়েছে। রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতার আসামিদের মধ্যে ১৩ আসামিকে বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইনের আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত আসামিদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
উল্লেখ্য, রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, অস্ত্র লুটের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত কেএনএফ’র ৭৯ জন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার মধ্যে ২১ জন নারী সদস্য রয়েছে।