চন্দনাইশে ‘নৌকা ছাড়া ভোটে’ আওয়ামী লীগের ৪ নেতা
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থী মনোনয়ন জমা করেছেন। এরমধ্যে নৌকাবিহীন এই ভোটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ৪ নেতা। তাদের সাথে আছেন আওয়ামী ঘরনার আরও দুজন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ইসলামী ফ্রন্ট থেকে নির্বাচিত বর্তমান ভাইস চেয়ারম্যান, সাবেক জাসদ নেতাসহ প্রার্থী হয়েছেন তিনজন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খালেদা আক্তার চৌধুরী।
বৃহস্পতিবার মনোনয়পত্র দাখিলের শেষ দিনে সহকারী রির্টানিং কর্মকর্তার দপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে।
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হেনা ফারুকী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী জসীম উদ্দিন আহমেদ, জোয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন ফকির (আমিরী) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী, অধ্যাপক একরামুল হোসেন, রূপম দেব মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা আক্তার চৌধুরী। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে তিনি।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রেনু বলেন, চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। পরদিন ১৩ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে।