আন্তর্জাতিক

প্রতি বছর ২৫ কুমারী মেয়েকে বাছাই করেন কিম

কিম জং উনি আলোচিত উত্তর কোরীয় নেতা। প্রতিবছার নিজের মনোরঞ্জনের জন্য ২৫ জন কুমারীকে বেছে নেন উত্তর কোরিয়ার এই নেতা। আর তাদের নিয়ে বানানো হয় কিম জং উনের ‘প্লেজার স্কোয়াড’। ব্রিটিশ সংবাদমাধ্যম মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক নারী।

চেহারার সৌন্দর্য ও রাজনৈতিক মতাদর্শ দেখে এসব কুমারীকে বেছে নেন কিম জং উন। ইওনমি পার্ক নামের ওই নারীকেও দুবার প্লেজার স্কোয়াডের জন্য বেছে নেওয়া হয়েছিল। কিন্তু বাবার ক্ষমতাবলে সে রক্ষা পায়।

মিররকে ইওনমি পার্ক জানায়, “স্কোয়াডের জন্য কুমারী বেছে নিতে কিমের প্রতিনিধিরা প্রতিটি ক্লাসরুমে খুঁজে। এমনকি স্কুলের আনাচে–কানাচে কেউ লুকিয়া থাকলেও রেহাই পায় না। কোনো মেয়েকে পছন্দ হয়ে গেলে তার পরিবারের অবস্থা ও রাজনৈতিক মতাদর্শ জানা হয়।”

ইওনমি পার্ক দাবি করছে, কোনো মেয়ের পরিবারের কেউ দেশের বাইরে চলে গেলে বা দেশের বাইরে আত্মীয় থাকলে ওই মেয়েকে বেছে নেওয়া হয় না। বেছে নেওয়ার পর প্রত্যেককে কুমারিত্ব পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আর এই পরীক্ষা খুবই ভয়াবহ অভিজ্ঞতা। শেষমেশ ২৫ জনকে নেওয়া হয় পিয়ংইয়ংয়ে কিমের মনোরঞ্জনের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d