ক্ষতিকর রং মিশিয়ে জুস বানানোয় লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়ায় ক্ষতিকর রং মিশিয়ে আম ও লিচুর জুস উৎপাদন করার অপরাধে আবদুল জব্বার (৭০) নামে একজনকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ মে) বিকেলে উপজেলার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ছমদর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
দণ্ডপ্রাপ্ত আবদুল জব্বার সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ছমদর পাড়া এলাকার আবদুর লতিফের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, ক্ষতিকর রং মিশিয়ে জুস তৈরি করায় জব্বার নামে একব্যক্তিকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করি। এছাড়া কারখানার সকল পণ্য জব্দ করে বিনষ্ট করা হয় এবং পরবর্তীতে আর অনিরাপদ খাদ্য উৎপাদন না করা শর্তে মুচলেখা নেওয়া হয়।