পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে পুলিশের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের এই মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

অপরাধ সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভা শেষে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক বিভিন্ন থানার মুলতবী গ্রেফতারি পরোয়ানা তামিল, ভিকটিম উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতারে তথ্য প্রযুক্তিগত সহায়তা এবং সাইবার অপরাধ প্রতিরোধের পাশাপাশি এপ্রিল মাসে ৪৪টি হারানো মোবাইল উদ্ধারসহ বিবিধ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ মাসুদ রানার নিকট অর্থ পুরস্কার প্রদান করেন।

অপরাধ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d